ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট করোনায় আক্রান্ত

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

বুধবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।  

তিনি জানান, জামালপুর থেকে নমুনা সংগ্রহ করে মায়মনসিংহ পাঠানো হয়েছিল।

সেখানে করোনা পরীক্ষার পর তাতে করোনা ভাইরাসের উপস্থিত পাওয়া যায়।

ওই ফার্মাসিস্টের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর ইউনিয়নের গোহাত্তা গ্রামে। তিনি মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত আছেন।

এর আগে, মেলান্দহ উপজেলার গোষারপাড়া ইউনিয়নে একজনের শরীরে করোনা ভাইররাসের উপস্থিত পাওয়া যায়। এ নিয়ে জামালপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুইজনে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।