ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলো বসুন্ধরা গ্রুপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
রূপগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলো বসুন্ধরা গ্রুপ খাদ্যসামগ্রী বিতরণ। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের দুইটি ইউনিয়নে ১০ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ এবং রংধনু গ্রুপ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে রূপগঞ্জ সদর ও দাউদপুর ইউনিয়নের ১০ হাজার লোকদের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় বসুন্ধরা গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক।

আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভূঁইয়া, ছাত্রলীগ নেতা মাসুম চৌধুরী অপু, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুস সামাদ খান, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মোল্লা, দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, উপজেলা শ্রমিকলীগের সভাপতি কাজী মজিদ, আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণকালে বসুন্ধরা গ্রুপের পক্ষে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান রূপগঞ্জসহ সারাদেশে ক্ষুধার্তদের জন্য খাবার কর্মসূচির হাত বাড়িয়ে দিয়েছেন। যাতে দেশের প্রত্যেকটি অনাহারি মানুষ খাবার পায়। এরই ধারাবাহিকতায় বুধবার রূপগঞ্জের সদর ইউনিয়ন ও দাউদপুর ইউনিয়নের মানুষের মধ্যে প্রায় ১০ হাজার খাদ্যসামগ্রী প্যাকেট পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে রূপগঞ্জের বাকি এলাকাগুলোতে সাহায্য দেওয়া হবে।   

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।