ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিওমেক-এ ৯৪ জনের করোনা রিপোর্টই নেগেটিভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
সিওমেক-এ ৯৪ জনের করোনা রিপোর্টই নেগেটিভ

সিলেট: প্রথমবারের মতো সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ (সিওমেক) ল্যাবে শুরু হয়েছে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা। এর অংশ হিসেবে মঙ্গলবার (৭ এপ্রিল) প্রথম দিন ৯৪ সন্দেহভাজনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়। সুসংবাদ হলো, এই ৯৪ জনেরই করোনা নেগেটিভ এসেছে। 

বুধবার (৮ এপ্রিল) ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. ময়নুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার করোনা ভাইরাস ল্যাব উদ্বোধনের আগেই ১১৬ জনের নমুনা হাসপাতালে এসে পৌঁছায়।

এর মধ্যে ৯৪ জনের নমুনা পরীক্ষায় একটিতেও করোনা ভাইরাস ধরা পড়েনি। বুধবার সকাল থেকে ল্যাবে আরও ৭৩টি নমুনা পরীক্ষার কাজ শুরু করেছি।
 
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বাংলানিউজকে বলেন, মঙ্গলবার বিকেল পর্যন্ত ১৩৫ জনের রক্তের নমুনা করোনা পরীক্ষার জন্য ল্যাবে এসে পৌঁছায়। বুধবার নতুন করে আরও রিপোর্ট এসেছে। মেডিক্যাল কলেজের দ্বিতীয় তলার অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি) বিভাগে স্থাপিত ল্যাবে করোনাভাইরাস পরীক্ষার কাজ চলছে।
 
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এনইউ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।