ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে ৩ বাড়ি লকডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
জয়পুরহাটে ৩ বাড়ি লকডাউন

জয়পুরহাট: নারায়ণগঞ্জ থেকে করোনা উপসর্গ নিয়ে পালিয়ে আসা জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার কেশবপুর মহল্লার এক রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে। সেইসঙ্গে রোগীর বাড়িসহ পাশের তিনটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

বুধবার (০৮ এপ্রিল) দুপুরে জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

ডা. সেলিম মিয়া জানান, ওই রোগীর নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরে তার বাড়িসহ পাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬ জনকে হোম কোয়ারেন্টিনে এবং ২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এই নিয়ে জেলায় বর্তমানে ৮৬ জনকে হোম কোয়ারেন্টিন এবং ৪ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

করোনা সন্দেহে ৩৩ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়েছে বলেও জানান ডা. সেলিম মিয়া ।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।