ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে জেনারেল হাসপাতালের চালক করোনা আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
নারায়ণগঞ্জে জেনারেল হাসপাতালের চালক করোনা আক্রান্ত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের নার্স ও ওয়ার্ডবয়ের পর এবার অ্যাম্বুলেন্স চালক করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আসাদুজ্জামান।

তিনি জানান, হাসপাতালের নার্স ও ওয়ার্ডবয়ের পর অ্যাম্বুলেন্স চালকের পরীক্ষার পর তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

এর আগে সোমবার (৬ এপ্রিল) রাতে হাসপাতালের নার্স ও ওয়ার্ডবয়ের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।