ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লকডাউনে থমকে গেছে টাঙ্গাইল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
লকডাউনে থমকে গেছে টাঙ্গাইল

টাঙ্গাইল: করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে টাঙ্গাইল জেলাকে লকডাউন করা হয়েছে। এতে করে পুরো টাঙ্গাইল থমকে গেছে। 

সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ কঠোর অবস্থানে যাওয়ায় কেউ ঘর থেকে বাইরে বের হতে সাহস পাচ্ছেন না। শহরে নেই কোনো যানবাহন।

কেউ কেউ জরুরি প্রয়োজনে ওষুধ কিনতে বা বাজার করতে বাইরে বের হলেও তাদের পায়ে হেটেই ফিরতে হচ্ছে বাড়িতে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম বাংলানিউজকে জানান, জেলায় প্রবেশ করার প্রতিটি সীমান্ত এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এতে করে বাইরের কোন যানবাহন বা ব্যক্তি টাঙ্গাইল জেলায় প্রবেশ করতে বা কেউ জেলা থেকে বাইরে যেতে পারছে না। এভাবে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে লকডাউন পালন করলে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমে যাবে। লকডাউনে সবাইকে ঘরে থাকারও পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।