ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যুবকদের উদ্যোগে চনপাড়া ‘লকডাউন’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
যুবকদের উদ্যোগে চনপাড়া ‘লকডাউন’

ঢাকা: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়নকে করোনা ভাইরাসের ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করে এলাকাবাসী স্বেচ্ছায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন।  

সরেজমিনে ঘুরে দেখা যায়, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়নের প্রতিটি রাস্তার অলিগলি লকডাউন করে রেখেছে এলাকাবাসী।

ছবি: শাকিল আহমেদ

প্রায় ৬০ হাজার মানুষের ঘনবসতিপূর্ণ এ এলাকাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যুব সমাজের উদ্যোগে লকডাউন করা হয়।

এ বিষয়ে শেখ রাসেল নগর ইউনিয়নের যুব সমাজের সদস্য ১নং ওয়ার্ডের মোহাম্মদ রফিকের সাথে কথা বলে জানা যায়, করোনা ভাইরাস ছড়ানো প্রতিরোধ করতে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন। সেইসঙ্গে যারা না বুঝে রাস্তায় বের হচ্ছেন, তাদেরকে বুঝিয়ে ঘরে রাখার চেষ্টা করছেন।

ছবি: শাকিল আহমেদ

চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল ইসলাম বলেন, চনপাড়া ঘনবসতি এলাকা। এখানে কেউ আক্রান্ত হলে দ্রুত ছড়িয়ে পড়ার আশেঙ্কা আছে। এজন্য আমরা সার্বক্ষণিক চেষ্টা করছি মানুষকে ঘরে রাখতে। জরুরি প্রয়োজনে কেউ যদি ঘরের বাইরে যায় সে যেন মাস্ক এবং হ্যান্ড গ্লাভস ব্যবহার করে সেই বিষয়ে সার্বক্ষণিক কাজ করছি।

ছবি: শাকিল আহমেদ

চনপাড়া যুব সমাজের পক্ষে আরও যারা কাজ করছেন, দেলোয়ার হোসেন, শাজাহান, শাহাদাত হোসেন, তোফায়েল, মো. শরীফ, রিপনসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এজে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।