ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সাটুরিয়ায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, ৩ বাড়ি লকডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
সাটুরিয়ায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, ৩ বাড়ি লকডাউন

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে নিজ বাড়িতে তিনি মারা যান।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন উর রশীদ বাংলানিউজকে বলেন, তিনি দীর্ঘদিন ধরে সর্দি, কাশি ও হাঁপানি রোগে আক্রান্ত ছিলেন।

সকাল ৭টার দিকে তিনি মারা যান। মৃত বৃদ্ধের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।

সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, আনোয়ার হোসেনের মৃত্যুর ঘটনায় সতকর্তা অবলম্ববনের জন্য ওই বাড়ির আশেপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।