ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্পিকারের নিজস্ব তহবিল থেকে ত্রাণ বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
স্পিকারের নিজস্ব তহবিল থেকে ত্রাণ বিতরণ স্পিকারের নিজস্ব তহবিল থেকে ত্রাণ বিতরণ।

ঢাকা: উদ্ভূত করোনা ভাইরাস পরিস্থিতিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে তার নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ এর পীরগঞ্জ উপজেলায় অসহায় দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। স্পিকারের ব্যক্তিগত তহবিল হতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (০৮ এপ্রিল) পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের মাধ্যমে এ ত্রাণ বিতরণ কার্যক্রম চালানো হয়।

এসময় প্রত্যেক পরিবারের মধ্যে পাঁচ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, একটি সাবান ও একটি মাস্ক বিতরণ করা হয়।

সংসদ সচিবালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার সকাল ১০টায় প্রথম পর্যায়ে উপজেলার ১ নম্বর চৈত্রকোল, ২ নম্বর ভেণ্ডাবাড়ি, ৪ নম্বর কুমেদপুর, ৬ নম্বর টুকুরিয়া, ৭ নম্বর বড় আলমপুর, ৮ নম্বর রায়পুর ও ১১ নম্বর পাঁচগাছী সর্বমোট ৭টি ইউনিয়নের ৩৫০টি পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে উপজেলার অবশিষ্ট ৮টি ইউনিয়ন ও পৌরসভায় ৪৫০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। সঙ্গনিরোধ অবস্থা বজায় রেখে ত্রাণ বিতরণকালে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে স্পিকার এক বার্তায় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেমন- কৃষিশ্রমিক, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, প্রতিবন্ধী, পথশিশু, বিধবা নারী এবং হিজড়া সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর রাখাসহ ত্রাণ সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ বাংলাদেশে বাড়ছে। এ অবস্থায় প্রত্যেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা মেনে চলতে হবে। সবাই বাড়িতে থাকুন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এসকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।