ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজাদপুর ট্রাক উল্টে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
শাহজাদপুর ট্রাক উল্টে শ্রমিক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক খাদে পড়ে আব্দুল ওয়াহাব প্রামাণিক (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ শ্রমিক।
 

বুধবার (০৮ এপ্রিল) সকালে উপজেলার গাড়াদহ বাজারপাড়া এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াহাব প্রামানিক উপজেলার নরিনা ইউনিয়নের নারায়ণদহ গ্রামের মৃত কফেত আলী প্রামানিকের ছেলে।

আহতরা হলেন- নারায়ণদহ গ্রামের আব্দুস সাত্তার (৬৮), রাকিবুল ইসলাম (২৩), আব্দুল জলিল (৪৫), আব্দুল মমিন (২২) ও আইয়ুব আলী (৪০)।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনজুরুল আলম জানান, সকালে নারায়ণদহ গ্রাম থেকে ট্রাকটি শ্রমিকদের নিয়ে গাড়াদহ দক্ষিণপাড়া গ্রামে মাটি কাটার জন্য যাচ্ছিল। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়াদহ বাজারপাড়া গ্রামের আলাল মাস্টারের বাড়ির পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ওই ট্রাকে থাকা মাটিকাটা শ্রমিকেরা নিচে চাপা পড়ে। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এলাবাসীর সহযোগিতায় চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল ওহাব মারা যান।  

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ওয়াহাবের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad