ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

না’গঞ্জের জামতলায় করোনার উপসর্গে নিয়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
না’গঞ্জের জামতলায় করোনার উপসর্গে নিয়ে একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের জামতলা এলাকায় ৫ দিন ধরে করোনার উপসর্গ নিয়ে অসুস্থ থাকায় পর অজ্ঞাতপরিচয় (৭০) ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে তাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) পক্ষ থেকে দাফন করা হয়েছে।

নাসিক ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, পরিবারের দাবি করোনা ভাইরাসের সব উপসর্গ নিয়ে গত ৫ দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

পরে বুধবার তার মৃত্যু হয়। ওই ব্যক্তির মৃত্যু পর পরিবার কেউ করোনা আতংকে কাছে ঘেঁষছিলেন না। তার দাফনের জন্য আমাদের অনুরোধ করলে আমরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও প্রশাসনের সহযোগিতায় সব নিয়ম মেনে মাসদাইরে সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করেছি।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।