bangla news

আইসোলেশনে থাকা বাঞ্জারামপুরের সেই কৃষক ঢাকায় মারা গেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-০৮ ৩:২৩:৫৫ এএম
ঢামেকে আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেলেন সেই কৃষক

ঢামেকে আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেলেন সেই কৃষক

ব্রাহ্মণবাড়িয়া: করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সেই কৃষক (৪৫) মারা গেছেন।  

মঙ্গলবার (০৭ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল সোমবার (০৬ এপ্রিল) বিকেলে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চরছাউনী গ্রামের বাসিন্দা ওই কৃষককে ঢাকায় পাঠানো হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। এর আগে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন।

সিভিল সার্জন একরাম উল্লাহ জানান, সন্ধ্যায় ঢাকা থেকে জানানো হয়েছে ওই কৃষক আইসোলেশনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে। তবে তিনি করোনা ভাইরাস আক্রান্ত কিনা তা এখনো জানা যায়নি। তার নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
ইউবি 

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-08 03:23:55