ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে কিশোরীর শ্বাসকষ্টে মৃত্যু, আতঙ্কিত এলাকাবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
পঞ্চগড়ে কিশোরীর শ্বাসকষ্টে মৃত্যু, আতঙ্কিত এলাকাবাসী পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বালাকুড়ী পাড়া এলাকায় শ্বাসকষ্ট নিয়ে এক কিশোরীর (১৩) মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দেবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসান বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ এলাকায় হাঁপানি ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করে কিশোরী। তবে এর আগ থেকে তার নানা রকম স্বাস্থ্য সমস্যা ছিল।

তিনি আরও জানান, ইতোমধ্যে ওই কিশোরীর দাফন সম্পন্ন করা হয়েছে। তবে তার দাদা গতকাল টাঙ্গাইল থেকে আসায় তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা সাবধানতা অবলম্বন করছি। আমরা তার নমুনা সংগ্রহ করেছি। বুধবার সকালে রংপুর মেডিকেলে তার নমুনা পাঠানো হবে। পরীক্ষা-নিরীক্ষার পরে বিস্তারিত জানা যাবে আসলে সে আক্রান্ত কিনা।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘন্টা, এপ্রিল ০৮, ২০২০
এসএইচ/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।