bangla news

লালবাগ ডিভিশন এলাকায় দুটি লেনের সকল বাড়ি লকডাউন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-০৭ ১০:৪৯:৩৭ পিএম
প্রতীকি ছবি

প্রতীকি ছবি

ঢাকাঃ লালবাগ ডিভিশন এলাকায় আজকেই চারটি বাড়িসহ দুটি লেন এলাকা লকডাউন করেছে পুলিশ। ভাইরাস শনাক্ত হওয়ায়, শনাক্তকারীর বাড়ি-সহ আশেপাশের অন্যান্য বাড়ি লকডাউন করা হয়েছে জানায় পুলিশ। 

মঙ্গবার (৭ এপ্রিল) রাতে কথা হয় লালবাগ ডিভিশনের ডিসি মুনতাসিরুল ইসলাম সঙ্গে।

তিনি জানান, করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে যে এলাকায় রোগী পাওয়া যাচ্ছে, সে এলাকা পুরোপুরি লকডাউন করা হচ্ছে। আজকে নতুন করে সূত্রাপুরের চারটি বাড়ি ও চকবাজার খাজে দেওয়ান  লেন-১ এবং লেন-২ এলাকা লকডাউন করা হয়েছে।

এছাড়া এর আগে কোতোয়ালি এলাকায় একটি বাড়ি, বংশালে একটি বাড়ি ও লালবাগ এলাকায় দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। লালবাগের লকডাউন এলাকাগুলো হলো বড় মসজিদ  ও নবাবগঞ্জ।

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এজেডএস/ইউবি 

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-07 22:49:37