ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালবাগ ডিভিশন এলাকায় দুটি লেনের সকল বাড়ি লকডাউন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
লালবাগ ডিভিশন এলাকায় দুটি লেনের সকল বাড়ি লকডাউন প্রতীকি ছবি

ঢাকাঃ লালবাগ ডিভিশন এলাকায় আজকেই চারটি বাড়িসহ দুটি লেন এলাকা লকডাউন করেছে পুলিশ। ভাইরাস শনাক্ত হওয়ায়, শনাক্তকারীর বাড়ি-সহ আশেপাশের অন্যান্য বাড়ি লকডাউন করা হয়েছে জানায় পুলিশ। 

মঙ্গবার (৭ এপ্রিল) রাতে কথা হয় লালবাগ ডিভিশনের ডিসি মুনতাসিরুল ইসলাম সঙ্গে।

তিনি জানান, করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে যে এলাকায় রোগী পাওয়া যাচ্ছে, সে এলাকা পুরোপুরি লকডাউন করা হচ্ছে।

আজকে নতুন করে সূত্রাপুরের চারটি বাড়ি ও চকবাজার খাজে দেওয়ান  লেন-১ এবং লেন-২ এলাকা লকডাউন করা হয়েছে।

এছাড়া এর আগে কোতোয়ালি এলাকায় একটি বাড়ি, বংশালে একটি বাড়ি ও লালবাগ এলাকায় দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। লালবাগের লকডাউন এলাকাগুলো হলো বড় মসজিদ  ও নবাবগঞ্জ।

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এজেডএস/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।