bangla news

মুসল্লিদের দ্রুত বাড়ি ফেরার অনুরোধ তাবলিগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-০৭ ১০:৩২:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: তাবলিগ জামাতের মুসল্লিদের দ্রুত নিজ নিজ বাড়িতে ফিরে যেতে অনুরোধ করা হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) তাবলিগ জামাতের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। 

নিজামুদ্দিন মার্কাজের অনুসারী সুরাগণের পক্ষে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ফায়সাল ও আহলে শুরা তাবলিগ জামাত বাংলাদেশের অধ্যাপক ইউনুস সিকদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাকরাইলে আহলে শুরা হাযরাত ও অন্যান্য সাথীগণ মিলে মাশোয়ারা করে নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় ‘করোনা ভাইরাস’ সম্পর্কিত যে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে, আশা করি তা আপনারা পেয়েছেন। মন্ত্রণালয়ের উক্ত বিজ্ঞপ্তিকে গুরুত্ব দিয়ে সকল জেলায় নিজেরা ও সবাই মিলে তা বাস্তবায়ন করবেন। ৩ চিল্লা, ১ চিল্লার জামাত বা মাস্তুরাতসহ যে কোনো জামাত যারা করছেন, তারা যার যার বাড়ি রওয়ানা হয়ে যাবেন। প্রয়োজনে প্রশাসনের সাহায্য গ্রহণ করবেন। বাড়ি গিয়ে দোয়া, তেলাওয়াত, দাওয়াত ও অন্যান্য এবাদত ও তওবা এস্তেগফার করে পুরা উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে মাফ চাইবেন। আল্লাহ পাক পুরা বিশ্বে আমান ও রোগমুক্তি দান করেন, আমীন।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
আরকেআর/ইউবি 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-07 22:32:47