ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তালায় টিআরএমের বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
তালায় টিআরএমের বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় টিআরএম এর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে জোয়ারের পানির চাপে টিআরএম এর সংযোগ খালের বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। এতে আতঙ্কে রয়েছে টিআরএম অঞ্চলের হাজারো মানুষ।

স্থানীয়রা জানান, কপোতাক্ষের বালিয়া অংশের নদীতে বাঁধ দেওয়ায় নদীর জোয়ার-ভাটা বাঁধাগ্রস্ত হওয়ার কারণে আকস্মিক জোয়ারের পানির চাপে বাঁধ ভেঙে নিচু এলাকা প্লাবিত হয়। এতে কবরস্থানসহ পানিবন্দি হয়ে পড়েছে বালিয়া গ্রামের জব্বার মোড়ল, ইসমাইল মোড়ল, রবিউল সানা, মোমিন সানার বাড়িসহ বেশ কয়েকটি পরিবার। তলিয়ে গেছে মাছের ঘের, পুকুর ও ফসলি জমি।

স্থানীয় রাশেদ সানা জানান, নদী মুখে বাঁধ দিয়ে জোয়ার-ভাটা বাঁধাগ্রস্ত করায় এবং টিআরএম সংযোগ খাল বাঁধ মজবুত না হওয়ায় ভেঙে গেছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে এলাকার মানুষ। তাছাড়া টিআরএমকৃত জমির হারির টাকা মালিকদের যথাসময়ে যথাযথভাবে না দেওয়ায় স্থানীয় অনেকেই এ বিলের ভেতর বেড়িবাঁধ দিয়ে ঘের করায় পানি বিলের ভেতর প্রবেশ করতে পারছে না বলেই অতিরিক্ত পানির চাপে বেড়িবাঁধটি ভেঙে গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রজিব হোসেন রাজু জানান, অব্যবস্থাপনায় টিআরএম চালু হওয়ার কারণে খেশরা ইউনিয়নের বালিয়ার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাছাড়া আতঙ্কে রয়েছে হাজারো মানুষ। আমরা নিজ উদ্যোগে ইতোমধ্যে বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু করেছি। তা না হলে রাতে সব তলিয়ে যাবে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।