ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘাটাইলে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
ঘাটাইলে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির (৭০) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়। কয়েকদিন ধরে তিনি জ্বর, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি তবলিক জামায়াতে গিয়েছিলেন। ১০/১২ দিন আগে সেখান থেকে ফেরার পরে অসুস্থ হয়ে পড়েন।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুর রহমান খান বাংলানিউজকে জানান, মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মত তাকে দাফন করা হয়েছে। পরে তার বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।