ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিএমপিতে করোনা প্রতিরোধ সুরক্ষা সামগ্রী দিল ডিআরআইসিএম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
ডিএমপিতে করোনা প্রতিরোধ সুরক্ষা সামগ্রী দিল ডিআরআইসিএম

ঢাকা: পুলিশ সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রশাসনাধীন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আওতাধীন ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (ডিআরআইসিএম)।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা প্রতিরোধে মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে জীবনের ঝুঁকি নিয়ে পথে আছে পুলিশ।

এসব পুলিশ সদস্যের স্বাস্থ্য  নিরাপত্তায় সহায়তা করতে এগিয়ে এসেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়াধীন ডিআরআইসিএম। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের নির্দেশনায় মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে ১৫০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাব ১০০ বোতল ও ১৫০ লিটার জীবাণুনাশক দেয় ডিআরআইসিএম।

ডিআরআইসিএমের পরিচালক ড. মালা খান ডিএমপির কমিশনার মো. শফিকুল ইসলামের কাছে এ সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এসকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।