ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাপ্তাইয়ে কেপিএম'র ১০ আনসার সদস্য হোম কোয়ারেন্টিনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
কাপ্তাইয়ে কেপিএম'র ১০ আনসার সদস্য হোম কোয়ারেন্টিনে

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার কেপিএম আনসার ক্যাম্পের ১০ জন আনসার সদস্যের করোনা সন্দেহে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে ১৪ দিন তারা কোয়ারেন্টিনে থাকবে। কেউ বের হতে পারবে না।

 বর্তমানে ওই এলাকা ‘লকডাউন’ করা হয়েছে।

এ বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফ আহমেদ রাসেল জানান, দুই আনসার সদস্য সম্প্রতি জ্বরে আক্রান্ত হলে মঙ্গলবার কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আনসার সদস্যর নমুনা সংগ্রহ করে তা চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অভ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) পাঠানো হয়।

সেখান থেকে তাদের ফলাফল যদি নেগেটিভ আসে তবে তাদের স্বাভাবিক চিকিৎসাসেবা দেওয়া হবে এবং যদি পজিটিভ আসে তাহলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবে।
 
তিনি আরও জানান, ফলাফল পজিটিভ পাওয়া গেলে কোয়ারেন্টিনে থাকা আনসার সদস্যদের খাবার সরবরাহসহ প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।

কাপ্তাই উপজেলায় অবস্থানরত সর্বসাধারণকে সচেতন থাকা ও প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার জন্য তিনি অনুরোধ জানান। ।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।