ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুজিববর্ষেই বঙ্গবন্ধুর ৫ খুনিকে দেশে ফেরানোর প্রত্যাশা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
মুজিববর্ষেই বঙ্গবন্ধুর ৫ খুনিকে দেশে ফেরানোর প্রত্যাশা

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদ গ্রেফতারের পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মুজিববর্ষেই বঙ্গবন্ধুর বাকি খুনিদেরও দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আমাদের আশাবাদ। 

মঙ্গলবার  (৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ প্রত্যাশার কথা জানান তিনি।  

আব্দুল মোমেন বলেন, করোনা সংকটের মধ্যেও আমরা খুশির একটি খবর পেলাম, বঙ্গবন্ধুর খুনীদের একজন আব্দুল মাজেদ গ্রেফতার।

আমরা আশা করেছিলাম, মুজিববর্ষে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অন্তত একজনকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা হবে। আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা তা সম্ভব হলো। তবে, এখনও বঙ্গবন্ধুর ৫ খুনি পলাতক। তাদের একজন যুক্তরাষ্ট্রে, আরেকজন কানাডায়।

‘আমাদের প্রত্যাশা, মুজিববর্ষেই বাকি খুনিদেরও দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা সম্ভব হবে। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি দরকার দেশের ও প্রবাসী জনগণের সহযোগিতা। আমাদের আশাবাদ, মুজিববর্ষেই তা সম্ভব হবে। ’

মঙ্গলবার রাজধানীর মিরপুর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি আব্দুল মাজেদকে গ্রেফতার করা হয়। তাকে বর্তমানের জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
টিআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।