ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

করোনা উপসর্গ নিয়ে না’গঞ্জে ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
করোনা উপসর্গ নিয়ে না’গঞ্জে ব্যক্তির মৃত্যু ছবি প্রতীকী

নারায়ণগঞ্জ: করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে জ্বর-সর্দি ও ব্যথায় ভুগছিলেন ওই ব্যক্তি।

পরে তাকে নারায়ণগঞ্জের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

স্থানীয় ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু জানান, ওই ব্যক্তি কুর্মিটোলা হাসপাতালে মারা গেছেন। করোনা রিপোর্ট হাতে পেলে জানা যাবে তার পজেটিভ ছিল না নেগেটিভ।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৪১ জন যাদের মধ্যে ১৫ জনই নারায়ণগঞ্জের।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।