ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীর করোনা পরিস্থিতি জানলেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
ফেনীর করোনা পরিস্থিতি জানলেন প্রধানমন্ত্রী

ফেনী: করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ফেনীর সর্বশেষ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন তিনি।  

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সঞ্চালনায় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপে যুক্ত হন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।  

ফেনীতে করোনা রোগী না পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা।

সবাইকে সমন্বিতভাবে করোনার বিস্তার রোধে কাজ করার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে কেউ যাতে খাদ্যদ্রব্য নিয়ে কষ্ট না করে সেদিকেও নজর রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।  
 
এ সময় ফেনীর পুলিশ সুপার খন্দকার নূরুন্নবীর সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। কনফারেন্সে কুমিল্লা সেনানিবাস ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ আজমিন, সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন, প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক-নার্স ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।