bangla news

সামাজিক দূরত্ব-স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান মোশাররফের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-০৭ ৪:২১:২০ পিএম
দুস্থদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছ্নে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ছবি: বাংলানিউজ

দুস্থদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছ্নে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ছবি: বাংলানিউজ

ফরিদপুর: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পদক্ষেপ ও ৩১ দফার কারণে ঘনবসতিপূর্ণ বাংলাদেশে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ রক্ষা করা যাচ্ছে। আগামী দিনগুলোতে নিরাপদে থাকতে সবাইকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আরো বলেন, বর্তমান প্রেক্ষাপটে কর্মহীন হয়ে পড়া কেউই অনাহারে থাকবে না। এ বিষয়ে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ফরিদপুর সদর উপজেলার ৩২ হাজার পরিবারের লক্ষাধিক মানুষকে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ কার্যক্রমে শহর ও শহরতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৮১টি ট্রাকে এ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। ফরিদপুর সদর উপজেলার প্রত্যেক বাসিন্দা তাদের জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করেই পাবেন খাদ্য সহায়তা। প্রথম দফায় ৫ কেজি চালসহ ডাল, তেল, লবণ, আলু, সাবানসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে। পরবর্তীকালে ১৫ দিনের মাথায় আবারও একই প্রক্রিয়ায় প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কর্মহীনদের হাতে তুলে দেওয়া হবে। এর মধ্যে সরাসরি সহায়তা নিতে লজ্জায় পড়া মধ্যবিত্তদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। প্রয়োজনানুসারে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ারও পরিকল্পনা রয়েছে এ আয়োজনে।

ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভীর সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুরের ডেপুটি কমিশনার অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফেয়াদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নূরুল আমীন বাপ্পিসহ বিতরণ কার্যক্রমে জড়িত বিভিন্ন ওয়ার্ড এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   ফরিদপুর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-07 16:21:20