ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে হোম কোয়ারেন্টিনে ১১৫৬ প্রবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
ফেনীতে হোম কোয়ারেন্টিনে ১১৫৬ প্রবাসী

ফেনী: করেনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধে ফেনীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। পাশাপাশি হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ১৯ জনের। এখন পর্যন্ত মোট ১১৫৬ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে রয়েছেন। হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ১ হাজার ৭ জনের।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনা সন্দেহে ১৭ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সন্দেহভাজনরা জেলা সদরসহ বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের করোনার প্রাথমিক উপসর্গ জ্বর, সর্দি, কাশি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাই তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। আর রিপোর্ট পজিটিভ এলে পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।