ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বদলগাছীতে সরকারি ১৪ বস্তা চাল জব্দ, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
বদলগাছীতে সরকারি ১৪ বস্তা চাল জব্দ, আটক ১

নওগাঁ: নওগাঁর বদলগাছীতে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ভিজিডি  (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) ও খোলা বাজারে বিক্রির জন্য ১০ টাকা কেজি দরের (ওএমএস) ১৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সোহেল রানা নামে অভিযুক্ত একজনকে আটকও করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলানিউজকে এ তথ্য জানানা বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম।

আটক সোহেল বিলাশবাড়ী গ্রামের মৃত আবদুল করিমের ছেলে।

সহকারী কমিশনার নাহারুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ এপ্রিল) দিনগত রাতে বিলাশবাড়ী গ্রামের সোহেলের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়িতে তল্লাশি করে করোনা প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দ দেওয়া সরকারি ১৪ বস্তা চাল জব্দ করা হয়। সেসময় অবৈধভাবে চালগুলো রাখার দায়ে সোহেলকে আটক করা হয়।

জব্দ চালগুলো বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে এবং এ বিষয়ে পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ