bangla news

আদমদীঘিতে কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-০৭ ৩:৪৭:৫৭ পিএম
কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা

কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা

বগুড়া: করোনার কারণে সৃষ্ট সংকটকের কারণে বগুড়ার আদমদীঘি উপজেলার শাঁওইল বাজারে কর্মহীন হয়ে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

শাঁওইল বাজার ব্যবসায়ীদের উদ্যোগে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এ সামগ্রী বিতরণ করা হয়। 

আয়োজকরা বাংলানিউজকে জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় সারা দেশে অঘোষিত ‘লকডাউন’-এ সব কিছু বন্ধের দিকে। ফলে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাই এমন পরিস্থিতিতে  শাঁওইল বাজার এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে দুস্থ ও অসহায় ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় প্রতিজনের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১/২ কেজি তেল, ২ কেজি আলু বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   বগুড়া করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-07 15:47:57