ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাজিতপুরে আইসোলেশনে থাকা রিকশাচালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
বাজিতপুরে আইসোলেশনে থাকা রিকশাচালকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় শ্বাসকষ্টে আমরু মিয়া (৫০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় করোনা সন্দেহে নিহতের পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান।

আমরু মিয়া উপজেলার দিলালপুর ইউনিয়নের তাতালচর গ্রামের সবুর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমরু মিয়া দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। সোমবার (৬ এপ্রিল) শ্বাসকষ্ট দেখা দিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে সেখানের আইসোলেশনে রাখা হয়। মঙ্গলবার সকালে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বাংলানিউজকে জানান, ওই রোগী শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে ভর্তি ছিলেন। মঙ্গলবার সকালে তিনি মারা যান। তার শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো এবং তার পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।