ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাসিক এলাকায় মৃত্যুর কারণ জেনে দাফন-সৎকারের নির্দেশনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
নাসিক এলাকায় মৃত্যুর কারণ জেনে দাফন-সৎকারের নির্দেশনা

নারায়ণগঞ্জ: দেশে চলমান করোনা পরিস্থিতির মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকায় যে কারও মৃত্যু হলে তার দাফন বা সৎকারের আগে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) নাসিকের প্রধান নির্বাহী (সিইও) আবুল আমিনের স্বাক্ষর করা এ সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন কবরস্থান, শ্মশানের তত্ত্বাবধায়ক ও নাসিক কাউন্সিলরদের কাছে পাঠানো হয়।  

এতে জানানো হয়, করোনার সংক্রমণ রোধে নাসিক এলাকায় কারও মৃত্যু হলে তার দাফন কিংবা সৎকারের আগে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে জেনে নিতে হবে, ঠিক কী কারণে ওই ব্যক্তি মারা গেছেন।

মৃত্যুর সঠিক কারণ জানার পরই দাফন ও সৎকারের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে নাসিকের প্রধান নির্বাহী (সিইও) আবুল আমিন জানান, ইতোমধ্যে নাসিকের সব কবরস্থান ও শ্মশানে এ নির্দেশনা পাঠানো হয়েছে। পাশাপাশি কাউন্সিলরদেরও জানানো হয়েছে।   

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এমআরপি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।