ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

অবিলম্বে পোশাক শ্রমিকদের চলতি মাসের বেতন-ভাতা পরিশোধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
অবিলম্বে পোশাক শ্রমিকদের চলতি মাসের বেতন-ভাতা পরিশোধের দাবি

ঢাকা: দেশের অধিকাংশ গার্মেন্টস কারখানাতেই এখন পর্যন্ত মার্চ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। তাই অবিলম্বে এসব গার্মেন্টসকে কর্মীদের বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা। 

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান, বাংলাদেশ বিল্পবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপন ও একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক  কামরুল হাসান এক যৌথবিবৃতিতে এ দাবি জানান।  

বিবৃতিতে বলা হয়, এখনও পর্যন্ত দেশের অধিকাংশ গার্মেন্টস কারখানায় শ্রমিকদের মার্চ মাসের বেতন-ভাতা বাকি রয়েছে।

এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অবিলম্বে দেশের সব গার্মেন্টস কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবি জানানো হলো।  

মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধসহ সরকার এবং গার্মেন্টস মালিকদের প্রতি মোট ৪টি দাবি জানান গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা।  

অন্যই দাবিগুলো হলো- করোনার প্রকোপ থাকাকালীন শ্রমিকদের পূর্ণ বেতন-ভাতা অব্যাহত রাখা, লে-অফ, ছাঁটাই বা চাকরিচ্যুতি বন্ধ করা ও অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০ 
জিসিজি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।