ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরা-২ আসনের সাবেক এমপি এমএ জব্বার আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
সাতক্ষীরা-২ আসনের সাবেক এমপি এমএ জব্বার আর নেই এমএ জব্বার

সাতক্ষীরা: সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান এমএ জব্বার আর নেই (ইন্নাইলাইহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এমএ জব্বার ঢাকার হোটেল সুন্দরবন, জব্বার টাওয়ার ও খুলনার হোটেল পার্কসহ অসংখ্য প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ছিলেন।

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন জানান, দুপুরে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে সড়ক পথে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হবেন। পৌঁছানোর পর শহরের টাউন বাজার শাহী মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, ৯ম জাতীয় সংসদ নির্বাচনে এমএ জব্বার সাতক্ষীরা সদর আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে জয়লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।