ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জে এক ব্যক্তির মৃত্যু

নারায়ণগঞ্জ: করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মাসুদা প্লাজার মালিক চৌধুরী মুহাম্মদ হাসানের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) রাত ১২টায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তিনি মারা যান।

পরিবারিক সূত্রে জানা যায়, ৬-৭ দিন ধরেই জ্বর, সর্দিসহ আরও কিছু রোগে ভুগছিলেন হাসান।

রোববার তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে রিপোর্ট দেওয়া হবে। তবে তিনি করোনা উপসর্গে ভুগছিলেন।

হাসানের বেয়াই মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে করোনা উপসর্গ বলে জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, নারায়ণগঞ্জে তার মরদেহ আনার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।