ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মঙ্গলবার থেকে পটুয়াখালী শহরের প্রবেশ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
মঙ্গলবার থেকে পটুয়াখালী শহরের প্রবেশ বন্ধ

পটুয়াখালী: করোনা ভাইরাস মোকাবিলায় মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে পটুয়াখালী শহরের প্রবশেদারগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে।

সোমবার (৬ এপ্রিল) রাতে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বাংলানিউজকে বিষয়টি জানান।  

পাশাপাশি শহরে প্রবেশ মুখে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি।

শহরে অভ্যান্তরে বিনা প্রয়োজনে ঘোরা ফেরার বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পটুয়াখালী চৌরাস্তা থেকে শহরের প্রবেশের সড়কটি বন্ধ করে দেওয়া হবে। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে কিংবা শহর থেকে বের হতে দেওয়া হবে না।

এ ছাড়া শহরের ২ নম্বর বাঁধঘাট এলাকাতেও শহরের প্রবেশ পথ বন্ধ করা হবে। শহরের অভ্যন্তরে অতিপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা প্রতিষ্ঠানগুলো সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করছে এমন কাউকে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, সোমবার দুপুরের পর থেকেই পটুয়াখালী শহরে প্রশাসনের কঠোর অবস্থান চোখে পরে। বিশেষ করে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এবং পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষকে বাড়িতে থাকার অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad