ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এবার বাংলাদেশ ছাড়লো রাশিয়ার নাগরিকরাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
এবার বাংলাদেশ ছাড়লো রাশিয়ার নাগরিকরাও

ঢাকা: করোনা ভাইরাস আতঙ্কে এবার বাংলাদেশ ছেড়েছে ১৭৮ রাশিয়ান নাগরিক।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টায় একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে রুশ এই নাগরিকরা।  

জানা যায়, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর দলে দলে ঢাকা ছাড়া শুরু করে বিদেশি কূটনীতিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

এরই ধারাবাহিকতায় সোমবার ঢাকা ছাড়ে রাশিয়ার নাগরিকরাও।  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় বিশেষ একটি ফ্লাইটে বাংলাদেশ ছাড়েন ১৭৮ রাশিয়ান নাগরিক।  

এর আগে, সর্বশেষ ৫ এপ্রিল ৩২২ মার্কিন নাগরিক কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশ ছাড়েন। এছাড়াও ৩০ মার্চ একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ জন মার্কিন নাগরিক, কূটনীতিক ও পর্যটক। ২ এপ্রিল ৩২৭ জন জাপানের নাগরিক, ২৫ মার্চ মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক ও ২৬ মার্চ ১৩৯ জন ভুটানের নাগরিক বাংলাদেশ ত্যাগ করেন।  

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
টিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।