ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অপ্রয়োজনে কেউ বাইরে গেলে গ্রেফতার-আইনানুগ ব্যবস্থা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
অপ্রয়োজনে কেউ বাইরে গেলে গ্রেফতার-আইনানুগ ব্যবস্থা 

বরিশাল: অপ্রয়োজনে কাউকে ঘরের বাইরে পাওয়া গেলে গ্রেফতারসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কতা জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) রাতে মিডিয়া সেলে এক বিবৃতিতে এসব কথা জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান।  

বিবৃতিতে বলা হয়, করোনা প্রতিরোধে ইতোমধ্যেই বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক সচেতনতামূলক বহু প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে।

অপ্রয়োজনে ঘরের বাইরে চলাফেরায় বিরত থাকাসহ সরকারি সব নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্ত মোতাবেক যেসব দোকান খোলা রাখার কথা রয়েছে, অর্থাৎ শুধুমাত্র ওষুধ তথা মেডিকেল সার্ভিস ছাড়া সব দোকান এমনকি খাবারের দোকান, কাঁচা বাজারের দোকান, মুদি দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া পাড়া-মহল্লার দোকানগুলো সকাল থেকে দুপুর ২টার মধ্যে বন্ধ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।