ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

খুলনা মহানগরে ঢোকা-বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
খুলনা মহানগরে ঢোকা-বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা

খুলনা: প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরে ঢোকা-বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

সোমবার (০৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেএমপির এডিসি (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, সরকার নির্ধারিত সুনির্দিষ্ট ব্যক্তি ও যানবাহনের গমনাগমন ছাড়া অন্য সব ব্যক্তি ও যানবাহনের খুলনা মহানগর এলাকা থেকে বের হওয়া এবং নগরীতে ঢোকা বন্ধ থাকবে।

লোকজন যেন অযথা ঘর থেকে বের না হয় সেজন্য মাইকিং করা হচ্ছে। জলকামান দিয়ে প্রতিদিন নগরীর রাস্তায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এমআরএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।