ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টিসিবির ট্রাকে চাঁদাবাজির সময় দুইজনকে লাখ টাকা অর্থদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
টিসিবির ট্রাকে চাঁদাবাজির সময় দুইজনকে লাখ টাকা অর্থদণ্ড

রাজশাহী: রাজশাহীতে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ট্রাকে চাঁদাবাজির সময় দুই ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে মহানগরীর নওদাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড করা হয়। সন্ধ্যায় রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এডিএম আবু আসলাম জানান, ট্রাক শ্রমিক ইউনিয়নের নামে টিসিবির পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি হচ্ছে- এ ধরনের তথ্যের ভিত্তিতে বিকেলে সেখানে উপস্থিত হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন। তিনি সেখানে গিয়ে হাতেনাতে এ ঘটনার সত্যতা পান। পরে সেলিম এবং সাইদুর নামে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডিতরা জরিমানার টাকা নগদে পরিশোধ করলে তাদের ছেড়ে দেওয়া হয় বলেও জানান এডিএম আবু আসলাম।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad