ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জের বন্দরে জ্বর-ঠাণ্ডা-ডায়রিয়ায় ভুগে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
না’গঞ্জের বন্দরে জ্বর-ঠাণ্ডা-ডায়রিয়ায় ভুগে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় জ্বর, ঠাণ্ডা ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রুবেল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার মদনপুর এলাকায় নিজ বাড়িতে ওই যুবকের মৃত্যু হয়।  

নিহত রুবেল সুনামগঞ্জ জেলার দিরাই থানার করিমপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবদুল সাদ মিয়ার ছেলে।

কাজের সূত্রে দুই সন্তানের বাবা রুবেল মদনপুর ইউনিয়নে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।  

নিহতের ভাতিজা ছমিরউদ্দিন ও এলাকাবাসী জানান, রুবেল কয়েকদিন ধরেই ঠাণ্ডা ও জ্বরে ভুগছিলেন। এরই মাঝে সোমবার হঠাৎ তার ডায়রিয়া শুরু হয়। অবস্থা খারাপ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন করা হয়। দুপুর ১টার দিকে চিকিৎসক বাড়িতে পৌঁছে তাকে মৃত অবস্থায় পান।

এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার জানান, ওই ব্যক্তির অসুস্থতার খবর পেয়ে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার পাঠিয়েছি। ডাক্তার জানিয়েছেন, ডায়রিয়াজনিত পানিশূন্যতায় রুবেলের মৃত্যু হয়েছে।

এদিকে জ্বর-ঠাণ্ডা-ডায়রিয়ায় ভুগে রুবেলের মৃত্যুর খবরে গোটা এলাকায় করোনা আতঙ্ক দেখা দিয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
এমআরপি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ