bangla news

রূপগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত, ওয়ার্ড লকডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-০৬ ৭:৩২:৫৯ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫৫ বছরের এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আলম মামুন বিষয়টি নিশ্চিত করেন।

জনগণের আতঙ্ক দূর করতে গোলাকান্দাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডটি সম্পূর্ণ লকডাউন করে দেওয়া হয়েছে।

ডা. সাঈদ আলম মামুন জানান, গত ১ এপ্রিল ওই নারীর শ্বাসকষ্ট শুরু হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তার নমুনা পরীক্ষা করা হয়। সোমবার সন্ধ্যায় ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ওই নারী করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি বর্তমানে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও প্রশাসন ওই নারীর বাড়িতে গিয়ে পরিবারের সব সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। জনগণের আতঙ্ক দূর করতে ওয়ার্ডটি সম্পূর্ণ লকডাউন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এমআরপি/এফএম

ক্লিক করুন, আরো পড়ুন :   নারায়ণগঞ্জ করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-06 19:32:59