ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা উপসর্গ নিয়ে ফরিদপুরে ২ বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
করোনা উপসর্গ নিয়ে ফরিদপুরে ২ বৃদ্ধের মৃত্যু

ফরিদপুর: করোনা (কোভিড-১৯) উপসর্গ নিয়ে ফরিদপুরের দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাদের দু’জনেরই বয়স আনুমানিক ৭০ বছর।

সোমবার (৬ এপ্রিল) সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মধুখালী উপজেলার বাসিন্দা একজন ও ভাঙ্গা উপজেলায় অপর একজনের মৃত্যু হয়।  

ফরিদপুর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বুলু বাংলানিউজকে জানান, মধুখালী থেকে এক বৃদ্ধ কিডনি জটিলতা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

পরে করোনা আক্রান্ত সন্দেহে রোববার (৫ এপ্রিল) তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। সোমবার সকালে তিনি মারা যান।  

অপরদিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহসিন উদ্দিন বাংলানিউজকে জানান, জ্বর ও
শ্বাসকষ্ট নিয়ে সকালে ভাঙ্গায় এক বৃদ্ধ মারা গেছেন। তবে তিনি দীর্ঘদিন লিভার সমস্যায় ভুগছিলেন।  

মারা যাওয়া দুই বৃদ্ধের শরীরে কোভিড-১৯ পজিটিভ কি-না, তা পরীক্ষার জন্য তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ এলাকায় দু‘জনেরই দাফন সম্পন্ন করা হয়েছে। এসময় নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।