ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

সন্ধ্যার মধ্যে সব সুপারশপ-কাঁচাবাজার বন্ধের নির্দেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, এপ্রিল ৬, ২০২০
সন্ধ্যার মধ্যে সব সুপারশপ-কাঁচাবাজার বন্ধের নির্দেশ

ঢাকা: রাজধানীর কাঁচাবাজার ও সুপারশপগুলো সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এছাড়া বিভিন্ন পাড়া-মহল্লায় নিত্যপণ্যের দোকানগুলো সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

সোমবার (০৬ এপ্রিল) ডিএমপির সব ইউনিটকে এমন নির্দেশনার কথা জানানো হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান বলেন, রাজধানীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। আর পাড়া ও মহল্লার দোকানগুলো সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।

ডিএমপি কমিশনারের এমন নির্দেশনা ইতোমধ্যে সব বিভাগকে অবগত করে বাস্তবায়ন করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে রোববার (০৫ এপ্রিল) পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জরুরিসেবা ছাড়া ঢাকায় কারও প্রবেশ এবং বের হওয়ার ওপর নিশেধাজ্ঞা আরোপের কথা জানায় পুলিশ সদরদপ্তর।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
পিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।