ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে ত্রাণবঞ্চিতদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
সিলেটে ত্রাণবঞ্চিতদের বিক্ষোভ এক গ্রামে মাত্র পাঁচটি পরিবারকে ত্রাণ দেওয়া হলে বঞ্চিতরা বিক্ষোভ করেন।

সিলেট: সিলেটে ত্রাণ না পেয়ে বিক্ষোভ করলেন খেটে খাওয়া হতদরিদ্র লোকজন। এক গ্রামে মাত্র পাঁচটি পরিবারকে ত্রাণ দেওয়া হলে বঞ্চিতরা বিক্ষোভ করেন।

সোমবার (৬ এপ্রিল) সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর পুরাবাড়ি এলাকার শতাধিক নারী-পুরুষ ত্রাণের দাবিতে বিক্ষোভ করেন।

দিনমজুর সিদ্দেক আলী, আব্দুল গফুর, রাজা মিয়াসহ আরও অনেকে বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে কাজে যেতে পারি নাই।

চুলায় আগুন জ্বলে না। আমাদের গ্রামের কয়েকজন ত্রাণ পাইছে। মুখ দেখে ত্রাণ দেওয়া হয়। আমাদের জন্য কি বরাদ্দ নাই? এক গ্রামে কি মাত্র ৫ জনের ত্রাণ এসেছে?’ এ প্রশ্ন তোলেন বিক্ষোভরত নারী-পুরুষদের অনেকে।

গৃহিনী জুহেরা বেগম বলেন, ‘কাম কাজ নাই, আমরা ঘরবন্দি। ঘরে খাবার নাই। বাচ্চারাও কাঁদতেছে, কী দিয়ে বুঝ দিমু? চেয়ারম্যান-মেম্বার কেউ খোঁজ রাখে না। আমরা কি না খাইয়া মরমু? এর লাগি রাস্তায় নাইমা আইছি। ’

এ বিষয়ে খাদিমনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে ৩ নম্বর  খাদিমনগর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘আমি মাত্র দুই টন চাল পেয়েছি। সবাইকে দিতে পারিনি। ওই গ্রামে মাত্র পাঁচ পরিবার ত্রাণ পেয়েছে, এ কারণে মানুষ বিক্ষোভে নেমেছে। সরকার থেকে যতটুকু পেয়েছি, তা ভাগবাটোয়ারা করে বিতরণ করেছি। এ এলাকায় আরও ত্রাণ দেওয়া প্রয়োজন। একটি ওয়ার্ডে আমরা সর্বোচ্চ ২৩ পরিবারকে দিতে পেরেছি। ’

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এনইউ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ