ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইগাতীতে ট্রাকচাপায় নিহত ১, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
ঝিনাইগাতীতে ট্রাকচাপায় নিহত ১, আহত ৫

শেরপুর: শেরপুর-ঝিনাইগাতী সড়কের কালিবাড়ী এলাকায় ট্রাকচাপায় আব্দুস সালাম (৩৭) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও পাঁচ যাত্রী।

সোমবার (৬ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। সালাম ঝিনাইগাতী উপজেলার হলদিবাটা এলাকার শফিউদ্দিনের ছেলে।

আহতরা হলেন- চালক নাজিম, যাত্রী শেখ ফরিদ, মাহমুদা, আমজাদ ও শফিকুল।

আহত পাঁচ জনের শেরপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন মধ্যে আমজাদ ও শফিকুল। আর অন্য তিনজন হাসপাতালটিতে চিকিৎসাধীন। হাসপাতালটির চিকিৎসা সহকারী মো. সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কালিবাড়ী এলাকায় একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটির চালকসহ ছয় যাত্রী আহত হন। স্থানীয়রা আহত সবাইকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী সালামের মৃত্যু হয়।

ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম খান বাংলানিউজকে জানান, ময়নাতন্তের জন্য দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।