ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগে পাওয়া গেছে।

সোমবার (০৬ এপ্রিল) দুপুরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া গ্রামের আঞ্চলিক সড়কের ভুক্তভোগী কার্ডধারী পরিবারের সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে ঘণ্টাব্যাপী নীরবে এর প্রতিবাদ জানান।  

এ সময় তারা অভিযোগ করে বলেন, স্থানীয় ডিলার বুলু সরকার তাদের কাছ থেকে অগ্রিম স্বাক্ষর নেন।

পরবর্তীকালে তারা চাল আনতে গেলে ফিরিয়ে দেন। এতে করোনার প্রভাবে বর্তমানে কর্ম হারিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে।  

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে।  

এ বিষয়ে অভিযুক্ত ডিলার বুলু সরকার বাংলানিউজকে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অগ্রিম স্বাক্ষরের বিষয়ে তিনি বলেন, ব্যস্ততার কারণে অনেক সময় এমন হয়।  

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরনিগার বাংলানিউজকে বলেন, ডিলারের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। খাদ্য কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।