ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে আড্ডা দেওয়ায় ৯৩ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
লালমনিরহাটে আড্ডা দেওয়ায় ৯৩ জনকে জরিমানা

লালমনিরহাট: সামাজিক দূরত্ব না মেনে ও মাস্ক ছাড়া অপ্রয়োজনে বাইরে আড্ডা দেওয়ার অপরাধে লালমনিরহাটে ৯৩ ব্যক্তিকে ৭৯ হাজার ৫শ টাকা জরিমানা করেছেন পৃথক ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) সকালে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদুল হক প্রধান।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদুল হক প্রধান বলেন, করোনা ভাইরাস সংক্রমণরোধে জারি করা গণবিজ্ঞপ্তি বাস্তবায়নে জেলার ৫টি উপজেলা ও ২টি পৌরসভার বিভিন্ন স্থানে ১২টি ভ্রাম্যমাণ আদালত নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছেন।

 

সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় গত ২৪ ঘণ্টায় জারি করা গণবিজ্ঞপ্তি অমান্য করে মাস্ক ছাড়া বিনা কারণে ঘুরে বেড়ানোর দায়ে ৯৩ জন ব্যক্তির কাছ থেকে ৭৯ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা।  

একইসঙ্গে করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবার্তা মেনে চলার উপরও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। তাই বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসতে সবার প্রতি আহবান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।