ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জালালের মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী-সচিবের শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
জালালের মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী-সচিবের শোক

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুদক পরিচালক ও সিভিল সার্ভিস ২২তম ব্যাচের (প্রশাসন ক্যাডার) সদস্য জালাল সাইফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও সচিব শেখ ইউসুফ হারুন।

সোমবার (০৬ এপ্রিল) ভোরে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে মৃত্যু হয় তার।

শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, তিনি ছিলেন একজন সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা।

দেশ ও জনগণের প্রতি নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন তিনি। তার মৃত্যুতে দেশ একজন মেধাবী কর্মকর্তাকে হারালো।

প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক
জানান, জালাল সাইফুর রহমান গত সোমবার থেকে ওই হাসপাতালে ভর্তি ছিলেন।

তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

আরও পড়ুন>> করোনায় আক্রান্ত দুদক পরিচালকের মৃত্যু

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০ 
এমআইএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।