ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, নমুনা সংগ্রহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
গাইবান্ধায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, নমুনা সংগ্রহ

গাইবান্ধা: গাইবান্ধা সদরের কামারজানিতে করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে আব্দুর রাজ্জাক (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

রোববার (৫ এপ্রিল) বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়।  

আব্দুর রাজ্জাক নারায়ণগঞ্জে চাকুরি করতেন।

কামারজানি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম জাকির বাংলানিউজকে জানান, আব্দুর রাজ্জাক আগে থেকেই হাঁপানি রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তিনি নারায়ণগঞ্জ থেকে গায়ে জ্বর নিয়ে বাড়ি আসেন।

রোববার সকাল থেকে তিনি গুরুতর অসুস্থ্ হয়ে পড়েন। পরে বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়।

আব্দুস সালাম আরও জানান, নিহতের স্বজন- স্থানীয়দের ধারণা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।  

গাইবান্ধার সিভিল সার্জন এবিএম আবু হানিফ বাংলানিউজকে জানান, রাত ১০ টার দিকে ওই যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০২০
এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।