ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীতে একদিনে বজ্রপাতে মৃত্যু ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
পটুয়াখালীতে একদিনে বজ্রপাতে মৃত্যু ৪ প্রতীকী ছবি

পটুয়াখালী: পটুয়াখালীর পৃথক পৃথক উপজেলায় বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে ঝড়ো হাওয়া ও বজ্রসহবৃষ্টির সময় তাদের মৃত্যু হয়।

বজ্রপাতে মৃতরা হচ্ছেন, সদর উপজেলার খলিসাখালীর রিকশাচালক জাহাঙ্গির তালুকদার (৩৫), মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নের বাজিতা ২য়খন্ড গ্রামের কৃষক মো. হাবিব হাওলাদার (৫২), গলাচিপার ছোনখোলা গ্রামের জোবায়ের খান (২২) এবং চরআগস্তি গ্রামের শিশু আনসার।

পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, বজ্রপাতে মৃত ব্যক্তিদের পরিবারকে সরকারের নিয়ম অনুযায়ী অর্থ সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।