ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পণ্যবাহী বাহনে যাত্রী পরিবহন করলে আইনানুগ ব্যবস্থা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
পণ্যবাহী বাহনে যাত্রী পরিবহন করলে আইনানুগ ব্যবস্থা

ঢাকা: পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন রোধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রোববার (৫ এপ্রিল) বিআরটি’'র পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. লোকমান হোসেন মোল্লা স্বাক্ষরিত এ নির্দেশনা সংস্থার সব কার্যালয়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ থেকে উদ্ভূত পরিস্থিতি মোবিলায় সরকার দেশব্যাপী ১১ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ রাখাসহ পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছে।

এরপরও লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা হচ্ছে, যা দণ্ডনীয় অপরাধ।  

‘এমতাবস্থায়, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন রোধকল্পে স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো। ’

বাংলাদেশ সময়:২২১০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।