bangla news

স্বামীকে ভিডিওকলে রেখে স্ত্রীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-০৫ ৯:৩০:০৭ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

সিলেট: যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে লুবনা বেগম (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রোববার (০৫ এপ্রিল) নগরের জিন্দাবাজারের কাজী ইলিয়াস এলাকার পলাশী-৩৮/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। মৃত লুবনা যুক্তরাষ্ট্র প্রবাসী তৌহিদ আহমদ নিপুর স্ত্রী।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘স্বামী নিপুর সঙ্গে মোবাইল ফোনে ভিডিওকলে কথাকাটাকাটির এক পর্যায়ে লুবনা আত্মহত্যা করেন। বাসায় তার শয়নকক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

পুলিশ জানায়, ঘটনার আগ মুহূর্তে স্বামীর সঙ্গে ভিডিওকলে কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রাগের মাথায় লুবনা গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। বাসার অন্যদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এনইউ/এফএম

ক্লিক করুন, আরো পড়ুন :   সিলেট
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-05 21:30:07