ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা সন্দেহে পাবনায় শিবরামপুরের একটি বাড়ি লকডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
করোনা সন্দেহে পাবনায় শিবরামপুরের একটি বাড়ি লকডাউন

পাবনা: করোনা আক্রান্ত সন্দেহে পাবনা পৌর এলাকার শিবরামপুর মহল্লার হাজী জলিল উদ্দিন সড়কের একটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। 

রোববার (৫ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ির মালিকের অসুস্থতার কথা জানতে পারলে তার বাড়ি লকডাউন করা হয়।  

জানা যায়, ওই বাড়ির মালিক (৫৫) গত তিন দিন পাবনা সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে বাড়ি চলে আসেন।

সন্দেহের কারণে প্রাথমিকভাবে তার নমুনা পরীক্ষার জন্য আগামীকাল রাজশাহী পাঠানো হবে। তবে স্থানীয় চিকিৎসক দ্বারা তার সঙ্গে কথা বলে জানা গেছে তিনি নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে ভুগছেন। তবুও বিষয়টি নিশ্চিতের জন্য তার করোনা পরীক্ষা করা হবে।  

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত ওই ব্যক্তিকে বাড়িতেই থাকে হবে। তার বাড়িতে কোনো কিছু প্রয়োজন হলে তা উপজেলা প্রশাসন কতৃর্ক সরবরাহ করা হবে।

চারতলা ভবনের অন্য ফ্লাটে কোনো ভাড়াটিয়া পাওয়া যায়নি। যদি কেউ থেকেও থাকে তবে বর্তমানে তারা এ বাড়িতে যাওয়া-আসা করতে পারবে না।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।